নিজে সম্পকে বলার জন্য এই পৃষ্টাটা । কিন্তু নিজের সম্পকে বলার জন্য আমার তেমন কিছুই নেই। …………………..নিচের গানেই আমার সব স্বপ্নগুলোর কথা বলা আছে………
Say you, say me
Say it for always
That’s the way it should be
Say you, say me
Say it together
Naturally
I had a dream,
I had an awesome dream
People in the park
Playing games in the dark
And what they played,
Was a masquerade,
From behind the walls of doubt
A voice was crying out
Say you, say me
Say it for always
That’s the way it should be
Say you, say me
Say it together
Naturally
As we go down life’s lonesome highway,
Seems the hardest thing to do
is to find a friend or two
Is to find the
That helping hand,
Someone who understands
when you feel you lost your way
You’ve got someone there to say:
I’ll show you
Say you, say me
Say it for always
That’s the way it should be
Say you, say me
Say it together
Naturally
So you think you know the answers,
Oh, no
Well, the whole world’s got you dancing, that’s right, I’m telling you.
It’s time to start believe,
oh yes,
Believe in who you are, you are a shining star.
Say you, say me
Say it for always
That’s the way it should be
Say you, say me
Say it together
Naturally
Say it together
Naturally
শুভ নববর্ষ।
ধন্যবাদ আপনাকে। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা । আশা করি আপনার বছরটা সুন্দর হয়।
ঘুরে গেলাম আপনার ব্লগ থেকে। বেশ গুছানো ব্লগ। ভাল লাগলো। মাঝে মাঝে আসব ইনশাল্লাহ…
ধন্যবাদ আপনাকে
মানুষ বাড়ি বানায় তারপর আস্তে আস্তে ফার্ণিচার সাজায়।ব্লগ সাইটটিও তেমনি।ধীরে ধীরে গুছিয়ে নিন সবকিছু।ভালো লাগলো।আরও ভালো কিছু সংযোগ করবেন এই প্রত্যাশা রইলো
ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব আমার ব্লগ সাইটাকে সুন্দর করব। আমার ব্লগ ঘুরে দেখার জন্য ধন্যবাদ । সময় পেলে আমার ব্লগে আসবেন এবং আমাকে টিপস দিবেন কেমন করে আমি আর সাইটা আর সুন্দর করতে পারি । ধন্যবাদ আপনাকে।
ব্লগটা ভালো লেগেছে ,,ছবিগুলো চমত্কার
ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ আমার ব্লগে প্রথম ভিজিটর হলেন আপনি…
u r most wc………
আপনার ব্লগটি দেখে ভালো লাগলো । অনেক গুলি বিষয় নিয়ে নিয়মিত লিখছেন দেখলাম। বেশ ভালো ছবির কালেকশন আছে আপনার।
ছবি সংকলনের সব পোস্ট গুলি দেখা হয় নাই তবে ছবিগুলি আপনার তোলা না হলে যিনি তুলেছেন তার নাম উল্লেখ করা উচিত ছিল। ইন্টারনেটে কোথাও পেয়ে থাকলে সেই সোর্সটিও উল্লেখ করা উচিত। কারন এমন হতে পারে যে ছবিগুলি ফটোগ্রাফার এভাবে শেয়ার করার জন্য প্রকাশ করেননি। আর কাজ যেই করুন সেটির স্বীকৃতি দেয়া উচিত।
আপনাকে অনেক ধন্যবাদ…….. আপনার মূল্যবান মন্ত্যবেন জন্য.। আর আমার ছবি গুলো অনেক আগে থেক আমার কম্পউটারে ছিল । তাই বলতে পারবনা সঠিক করে এই ছবি গুলো উৎস্য । আমি চেষ্টা করব এখন নতুন কোন ছবি পোষ্ট করলে উৎস্য দেয়ার জন্য….
তুসিন,
তুমি একটা প্রশ্ন করেছিলে আমার ব্লগে। উত্তর এখানে। ব্লগটা শুধু তুমি ওয়ার্ডপ্রেসে লগইন করেই পড়তে পারবা। আর সেটা সম্পর্কে এখানে বকিছু বলো না। দরকার হলে ঐ ব্লগেই কমেন্ট করো। তোমাকে ঐ ব্লগের ভিজিটর লিস্টে যোগ করে দিলাম।
রনি ভাই আমি প্রবেশ করতে পারলাম না। অনেকদিন পর নেটে আসলাম । প্রায় একমাস পর।
লিংক কি কোন সমস্যা আছে। একবার চেক করে দেখেন তো।
result কি তুসিন?
সত্যিই খুব সুন্দর হয়েছে। ভাবছি এইরকম একটা সাইট আমিও তৈরী করব। ধন্যবাদ।
করে ফেলুন । ভাল হবে।
আপনাকে স্বাগতম। ব্লগিংটা অনেক মজা। আশা করি আপনার ভাল লাগবে।
আর হ্যা আপনি নতুন ব্লগ করলে লিংকটা অবশ্যই দিবেন। ধণ্যবাদ আমার ব্লগে আসার জন্য
ভাল লাগল আপনার ব্লগ ও লিখা। লিখে যান আরো আরো এই প্রত্যাশায়…
ধণ্যবাদ………….
আপনার ব্লগটা ও ভাল লাগলো ।
ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আসার জন্য……..
blog ta valo..khrp na
ঈদ মোবারক তুসিন ভাই
আপনাকে ঈদের শুভেচ্ছা……..
তুসিন
আপনার ব্লগটা খুব গোছানো।দেখে ভাল লাগলো।আমি একদমই নতুন এই ব্লগের জগতে।আগে শুধু ব্লগের লেখা পড়তাম আর মন্তব্য করতাম।
ভাল থাকবেন।
আপনাকে স্বাগতম ব্লগিং জগতে। আমার ব্লগে আশার জন্য ধণ্যবাদ…….
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🙂
আপনাকে ত্ত আমিনুল ইসলাম ভাই…….
ধন্যবাদ…
ব্লগটি পড়লাম, খুব ভালো লাগলো | চালিয়ে যাও গুরু | ধন্যবাদ |
আমি ব্লগে নতুন।
ভাইয়া,ভাবি আর আপুর ব্লগ ছাড়া এই প্রথম অন্য কারোব্লগে আসলাম…।।
ভালই লাগল…।।
সবাই এতো সুন্দর লিখতে পারে!!!
আপনাকে ধণ্যবাদ আমার ব্লগে আসার জন্য।রাহাত ভাবী, ভাইয়া , তাজিন আপু আপনাদের ফ্যামিলি ব্লগিং পড়ে অণেক মজা লাগে..বিশেষ করে আপনাদের মজা মজা ঘটনাগুলো…আপনার সবাই সত্যি ভাল লেখেন…..
ভাল থাকবেন
হুম…তাদের জন্যই আমার ব্লগিং জগতে আসা!!!
সুন্দর সাইট
আমি জীবনে অনেক
আবারো ঘুরে গেলাম তুসিন ভাই 🙂
ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম একদিন- ““আমার আমি” এই শব্দটা দুইটা আমার কপিরাইটেড। কেও এই শব্দদুইটা এক সাথে কোন ব্লগে কিংবা কবিতাই নিজের সম্পর্কে বলতে গিয়ে ব্যবহার করলে আমার অনুমতি লাগবে এবং টাকা দিতে হবে….”
এখন দেখি আপনিও ব্যবহার করেছেন, আমার টাকা কই.. 😛 😛 😛
আমি কিন্তু আপনার সেই স্ট্যাটাস টা দেখি নাই কা..;)
মামলা করতে পারেন?? কপিরাইটের….:P
আর আমার কাছে টাকা নাই কা ডলার এবং পয়সা আছে….:P:P
ডলার টাকাতে কনভার্ট কইরা দিবেন। 🙂 🙂 😛
তুসিন, নতুন গেটাপ ভালো লেগেছে। আগেরটা অন্ধকার অন্ধকার লাগতো। ভালো থেকো।
ধন্যবাদ নিয়াজ ভাই। আপনার ভাল লেগেছে যেন ভাল লাগল।
আবারো আমি আপনার ব্লগে বাড়িতে 😀