আগেই বলে নেই লেখাটি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। ব্যাপারগুলো নিজস্ব আমার মতামত। মনের প্রকাশ যাকে বলতে পারেন। ব্যাপারগুলো আমার কাছে একটু খারাপ লাগল তাই শেয়ার করলাম।
আগের জব্বার সাহেব কে অনেক শ্রদ্ধা করতাম । যখন কম্পিউটারের প্রথম বসলাম এবং নিজের ভাষা বাংলাতে কম্পুতে লিখতে পারতাম। তখন একদিন এর আবিষ্কারকের নাম জানলাম যে জব্বার সাহেবএটা আবিষ্কার করেছেন। খুব শ্রদ্ধার চোখে দেখলাম উনাকে। অনেক বড় আবিষ্কারক মনে করতাম। কিন্তু সেই ছোটবেলার সম্মানটা যেন এখন আর নেই। সম্মানটা এতধুম শূনের কোটায়। কোন বিখ্যাত ব্যাক্তিকে নিয়ে কটু কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু আজ জব্বার সাহেব কে নিয়ে কিছু কথা লিখতে বসলাম। ব্যাপারটা ব্যাক্তিগত মতামত বলতে পারেন। জানি লেখাটা যদি ফেইসবুকে নোট করতাম তিনি আমাকে ব্যান করবে। আমার নোট নিয়ে রিপোট করবে। কিন্তু ব্লগে কিছুই বলতে পারবে না………হাহাহা….এবার সাহেব ব্যাবহার না করে কাগু ব্যাবহার করলাম। ব্যাক্তিগতভাবে আমি উনাকে চিনি না কখনো ওনার সাথে দেখাও হয় নাই। তবে কেন উনার মত বিখ্যাত(!) মানুষের নিয়ে লিখতে বসলাম??? বিজয় অভ্র অনেক পুরানো তর্ক-বির্তকের বিষয়। এই নিয়ে আমি কোন তর্ক বির্তকে যেতে চাই না। ঘটনা এক: কিছুদিন আগে আইডিবিতে গেলাম কী-বোর্ড কিনতে। কয়েকটা কীবোর্ডের দাম জানলাম। দেখলাম যে কী-বোর্ডে বাংলা লেখা আছে সেই কী-বোর্ডগুলোর দাম ১০০ থেকে ২০০ পযন্ত বেশি। কারনটা জানতে চাইলে দোকানদারা জানায় বাংলা কী-বোর্ড গুলোর জন্য নাকি বিজয়কে চার্জ দিতে হয় 😦 ব্যাপারটায় কিছুটা অবাক হলাম। .
ঘটনা দুই: জব্বার কাগুর ফেইসবুকে বিজয় পেইজে একজন প্রশ্ন করছে “স্যার ফেইসবুকে আমার বাংলা কেমন করে দেখব” উওরে আমি বললাম ” অভ্র ব্যাবহার করুন ” আমার উওর শুনে জব্বার কাগু গেলে ক্ষেপে। আমাকে কি বলল নিজের ছবিটি দেখেন তারপর আমাকে ব্যান করে দিল। আজব মানুষ। সৎ বলাও পাপ…….. সৎ সাহস নাই……………….কাগুর যদি সত্যি উনার কোন দুর্বলতা না থাকত তাহলে আমার মন্তব্যটা মুছে দিত না এবং ব্যান মারত না। এই ব্যান মারা নিয়ে অনেক আগে লেখা ইচ্ছা ছিলা ইচ্ছা ছিল ব্যাপারটা শেয়ার করব। কিন্তু অনেকদিন পর আজ করলাম। শুধু আমার মন্তব্য না লাকি ভাইয়ের, tawhidul islam ভাইয়ের মন্তব্যও রিমুভ করে দিল। হায়রে সৎ সাহসের নমুনটা । ইনি নাকি ডিজিটাল ব্যাক্তি। কেউ ভাল কাজ করলে সহ্য হয় না। ওনি নিজের পাইরেসি পাইরেসি করে। কিন্তু উনি ফেইসবুকে স্ট্যাটাস দেয় “রা ওয়ান ” দেখেছে ছবিতে বের হওয়ার কিছুদিন পরই লিংক না থাকায় দিতে পারছি না। স্কীনশটটি ছিল এখন পাচ্ছি না খুজে। তামিম এর কাছে কাগুর আর একটি কীতির লিংকু পেলাম দেখুন একটু এখানে
যে কিনা বাংলাদেশ এই বানানটা ঠিক ভাবে না লেখতে পারে !!!!!!কাগুকে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না জানি। ভাষাকে নিয়ে যদিও কেউ ব্যাবসা করে থাকে তার বড় উদাহরন হচ্ছে জব্বার কাগু। থাক এই নিয়ে আর বেশি কথা বলতে ইচ্ছা করছে না। এবার কাজের কথায় আসি। অনেক বিজয়ে ছেড়ে অভ্রতে আসতে চায় না কারন বিজয়ের লেআউটে সবাই লেখে অভ্যাস। তাই অভ্রতে লেখতে চায় না। আমি অনেক ব্যাক্তিতে অভ্র ব্যাবহার করতে বলতাম কিন্তু বলত আমি বিজয়ে লেখা অভ্যাস্ত কিন্তু অভ্রতে লিখতে পারি না। তাদের জন্য বলছি অভ্রতে বিজয়ের লেআউটি আগে ছিল ছিল কিন্ত অভ্রের ৫.১ ভাসেন তা নেই। এখন দেখেন কেমন করে তা ব্যাবহার করবেন। প্রথমে এখানে থেকে ১৩ mb এর .rar ফাইল ডাউনলোড করুন।
এখান থেকে
ফাইলটি ডাউনলোড করার পর .rar টি ওপেন করুন । যাদের winrar সফটটি নেই এখান থেকে ডাউনলোড করে নেন। এখন ফোল্ডারটি ওপেন করলে নিজের চিএের মত আসবে। ১.প্রথমে অভ্র সফট ইনস্টল করুন। সাধারন সব সফটের মত করে। ২.এরপর লে্আউট ফোল্ডারে যান। যেখানে
৪.এই UniBijoy লেআউটি ইনস্টল করুন । ৫. এবার পিসি রিস্টার্ট করুন। ৬. এবার অভ্র সফট থেকে থেকে select keyboard layout এর গিয়ে লেআউট টি UniBijoy সিলেক্ট করে দেন।সমস্যা হলে নিচের চিএ টি দেখুন
এবার ব্যাবহার করুন । সমস্যা হলে জানাবেন। বিজয়ের দিন শেষ। এবার অভ্র দিয়ে চালুন কাগুর বিজয় 😛 লেআউট।