অনেকদিন হল কোন টেকি পোষ্ট করি না। না করার কারন কি?? কারন টা হল আমি কিছুই জানি না । আর আমার অলস্য। টেকি ব্যাপারগুলোতে মনে হয় আমি অনেক কম জানি। আমার টিউনটি যদি কেউ আগে করে থাকে তাহলে তো আবার বলা হবে আমি চোর অপরের টিউন নকল করি….তাই আর করা হয় না….খুব একটা। আর আমি দিন দিন অলস হয়ে যাচ্ছি তো। তিন তারিখ গেয়েছিলাম ত্তয়াট কিংডমে…..একঘন্টা পানিতে লাফালাফি না করতেই জ্বর এসে গেল। বন্ধুরা লাফালাফি করল আমি পাশে বসে বসে দেখলাম। আর যাব না এ্বই জায়গায়।আসায় আসার পর ভীষন জ্বর। আর সেই সুবাদে আম্মার হাতে বকাগুলোর