আমার প্রিয় ব্যাক্তিদের তালিকায় শুরুর দিতে রয়েছে স্টিভ জবস। আমি অ্যাপলের ভক্ত বলে্ই মনে হয়। এই ব্যাক্তিটার প্রতি আমি একটু বেশিই আকর্ষন অনুভব । যদিত্ত কখনো অ্যাপলের পন্য ব্যবহার করার ভাগ্য হয়ে উঠেনি……..:( জানি না কবে হবে। 😦 এই মূহতে যদি আলাদিনের দৈত এসে আমাকে বলে আমি কি চাই তাহলে বলব , “আইপ্যাড চাই” মাঝে মাঝে আমি স্বপ্নেত্ত দেখি আমি একটা আইপ্যাড কিনে ফেলেছি……:p …………….
আমার ভাক্তির কিছু কথা নিয়ে বেশি কিছুদিন আগে একটা লেখা লিখে ছিলাম।
পোষ্টে স্টীভ জবস এর বিখ্যাত ভাষনটিত্ত আছে।
যাক কাজের কথায় আসি। আগেই বলে নিচ্ছি লেখাটা একটু বড় হবে মনে হচ্ছে। অনেকদিন কিছু লেখা হয় না। আজ সকাল কী-বোড হাতে নিয়ে বসলাম কিছু লিখব বলে কিন্তু লিখতে পারলাম না কিছু্। আস্তে আস্তে মনে হয় ব্লগিং এর অভ্যাস্তটা চলে যাচ্ছে। আগের মত আর নেই মনে হচ্ছে 😦 স্টিভ জবস এর নিউজটা
”
পড়ে আর থেমে থাকলে পারলাম না। লিখতে বসে পড়লাম। শত হউক আমার প্রিয় ব্যাক্তিদের একজন বলে কথা।
আমি কোথায় ফুল দিতে যাইনি আজ। বাসায় বসে আছি । কোন শহীদ মিনারে ফুল দিতে যাব না আজ। কি খারাপ আমি তাই না। দেশের জন্য একটুকুত্ত মামতা নেই??!! আমার কি উচিত ছিল না আজ শহীদ মিনারে ফুল দেত্তয়া । কিন্তু ভাল লাগছে না যেতে।শরীরটা ও ভাল না। মাথা প্রচন্ড ব্যাথা করছে। তা না হলে যেতাম। সত্যি আমাদের দেশে এত সুন্দর তা আগে আমার নিজেরত্ত ধারনা ছিল না । বিউটিফুল বাংলাদেশে নামে তিন মিনিটের ভিডিত্তটি না দেখেলে আমি নিজে বিশ্বাস করতাম না। আসলে কেমন করেই বা জানাব। আমাদের সবার কি সেই সুযোগ আছে। কেমন যেন বদমেজাজীভাবে কাটছে দিনগুলো…….!!!থাক সেই সব কথা।
বিউটিফুল বাংলাদেশে” ভিডিত্তটি যারা দেখেনি তারা একটু দেখুন
এবার আসুন দেখি আসি সেই ইতিহাসটি Continue Reading
২০১০ সালে জুনে নাবিহার জম্ম ।তখন ওর প্রথম ছবিগুলো সবার সাথে শেয়ার করেছিলাম।
সদ্য তোলা আমার ভাগনীর কিছু ছবি -{বোনাস একটা আমার ছবি}
এখন ও একটু বড় হয়েছি যদিত্ত এখন কথা বলতে শেখেনি । মাঝে মাঝে ত্ত আহৃ এই জাতীয় শব্দ করে শুনতে ভালই লাগে।এক বার নাকি মামা ও বলেছিল । কিন্তু আমি ছিলাম না সামনে এই কারনে শুনতে পারি নি।কিছুদিন আগে আপু আমাদের বাসায় বেড়াতে এসেছে। ভাগীনাদের বাষিক পরীক্ষা শেষে এর জন্য। তাই দারুন ব্যাস্ত আমি ত্তদের নিয়ে।বেশির ভাগ সময় ত্তদের সাথে গেমস খেলে কাটিয়ে দেই। যদিত্ত আমি গেম খেলতে খুব পছন্দ করি না।
কেউ ও দিকে তাকিয়ে কিছু বললেই এমন করে হেসে উঠে
টীর্কা দেত্তয়ার পর ……ওর মনটা ভীষন খারাপ……..!!কেন টীর্কা দিল..এর জন্য রাগ করেছি আপুর সাথে…..!!! 😦
এখন আমাদের বাসায় সকল আদরগুলো নাবিহার জন্য জমা হয়েছে গেছে। সবাই এখন ওকে নিয়ে ব্যাস্ত…………:(……নাবিহাকে দেখল আমার বড় ইর্ষা হয় ইস !! আমি যদি ত্তর মত ছোট হয়ে যেতে পারতাম………..
গরু জবাই করে আসলাম শিরোনমটা দেখলে মনে হতে পারে আমি গরু জবাই করছি কিংবা জবাই করতে সাহয্য করছি ।কিন্তু আমি গরু থেকে সর্বদা ৫ হাত দূরে থাকি। এই কাজগুলো আমাকে দিয়ে হয় না। আমি শুধু দূর থেকে গরু জবাই দৃশ্য ছবি তুলি আর ভিডিত্ত করে। পরে তা বাসায় এনে সবাইকে দেখাই।গরুর কাছে আমি এতটুকুই করি। এর পর বাসায় পিসিতে বসে আছি।কি করব? বন্ধুরা বিকালের দিকে আসবে। সাউন্ড বাড়িয়ে গান শুনছি।
আর বারবার ফোনটি দিকে তাকাই…………………
গ্রামের বাড়ি ঈদ করলে অনেক মজা হয় । ঢাকায় ঈদ এত মজা হয় না। আর আমি আগেই বলেছি বড় হত্তয়ার সাথে সাথে ঈদের আমেজ কমে যায়।
গরুটির কিছু ছবি শেয়ার করছি
কাল গিয়েছিলাম গাজীপুরে আপু বাসায় যাত্তয়ার সময় আমার মোবাইলে কিছু ছবি তুলে ছিলাম । সেই ছবিটি হল মুক্তিযুদ্ধের প্রতীকি মূর্তি । চলুন দেখি আর একবার……
সবগুলো ছবি মধ্যে এই ছবি আমার খুব ভাল লেগেছে………
এই রোদের মাঝে একটু ছায়া খুজে পেয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছে একজন বৃদ্ধ ভিক্ষারি………
আগের পর্ব গুলো দেখতে.—
কিছুদিন আগে গ্রামের বাড়ি গিয়েছিল। কিছু ছবি তুলেছিলাম। সবগুলো ছবি ভাল হয়নি। এর মধ্যে কিছু ছবি আমি শেয়ার করলাম। ছবিগুলো মোবাইলে তোলা।
ফুলটার কি নাম জানি না। পাশে মামা দাড়িয়ে ছিল মামার কাছে জানতে চেয়েছি মামা নাকি জানে না !
ঢাকা আসার পথে
এই ফলটা আমার খুব পছন্দের
আমার একটা নদী ছিল জানল না তো কেউ………
আমার একটা নদী ছিল জানল না তো কেউ………